শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লাহোরে সাংবাদিকের ওপর হামলা

raza-rumi ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিসত্মানের খ্যাতিমান সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক রাজা রুমির ওপর হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। রুমি আহত হয়ে প্রাণে রক্ষা পেলেও গুলিতে প্রাণ হারিয়েছেন তার গাড়িচালক। শুক্রবার সন্ধ্যায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের রাজা মার্কেট এলাকায় তার গাড়ি লক্ষ করে গুলিবর্ষণ করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। লাহোরের পুলিশ প্রধান চৌধুরি শফিক জানিয়েছেন, রুমি তার এক্সেপ্রেস টেলিভিশনের দপ্তর থেকে বাসায় ফেরার পথে দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ করে গুলিবর্ষণ করে। গুলিতে আহত রুমির গাড়িচালক মুহম্মদ মুসত্মাফা (২৫) কিছুক্ষণের মধ্যেই মারা যান। গুলিতে রুমির ব্যক্তিগত রক্ষীও আহত হয়েছেন এবং রুমি নিজে সামান্য আঘাত পেয়েছেন। হামলাটিকে পূর্বপরিকল্পিত উলে­খ করে ঘটনাস্থল থেকে ১১টি গুলির খোসা উদ্ধার করার কথা জানিয়েছেন শফিক। রুমি বলেছেন, চালক মুসত্মাফার মৃত্যুতে তিনি অত্যমত্ম বিচলিত বোঁধ করছেন। মুসত্মাফাকে ‘‘নিষ্পাপ’’ হিসেবে বর্ণনা করে সে তার ১০ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন তিনি। খোদা আমাকে রক্ষা করেছেন। রাজা মার্কেটে মোড় নেয়ার সময় গুলির শব্দ শুনে মাথা নিচু করে ফেলি, আমাকে বাঁচাতে দেহরক্ষী আমাকে জাপটে ধরে ছিল। জঙ্গিরা দেশে কোনো ভিন্নস্বর রাখতে চায় না, সে কারণেই তারা ভিন্নচিমত্মার মানুষদের আক্রমণ করে, বলেন তিনি। তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের শামিত্ম আলোচনা চলার সময়ই তালেবানের বিরুদ্ধে সরব কণ্ঠ রুমির ওপর হামলা চালানো হল। তার ওপর চালানো এ হামলায় স্তম্ভিত হয়ে গেছে পাকিস্তানি গণমাধ্যম সংশি­ষ্টরা।

Spread the love