শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম বলেছেন বৃক্ষ পরিবেশ রক্ষার পাশাপাশি বিপদের প্রকৃত বন্ধু। প্রতিটি মানুষকে বৃক্ষরোপন করা দরকার। পরিবেশ রক্ষা ছাড়াও বৃক্ষ আমাদের বিপদের বন্ধু হিসেবে কাজ করে।

গতকাল মঙ্গলবার লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত লায়ন সেবা মাস ২০১৫ উপলক্ষে করিমুলস্নাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী লায়ন আরএইচ ফারুক শামীম, লায়ন লুৎফর রহমান মিন্টু, সেবা মাস উদ্যাপন উপ-কমিটির আহবায়ক লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন সাইদুর রহমান, লায়ন মোকাররম হোসেন, লায়ন জামিল আহমেদ ভোলা, প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, লায়ন মোঃ সাইদ রিয়াজ পিম, সৈয়দ মিজানুর রহমান মুন্নাসহ সদস্যবৃন্দ ও করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিনুর রহমান। বৃক্ষরোপন কর্মসূচীতে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের পক্ষ থেকে বিভিন্ন প্রকার ঔষধী, বনজ ও ফলজ বৃক্ষ রোপন করা হয়।

 

 

Spread the love