বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লড়াই করে হেরেছে বাংলাদেশ

Cricetশ্বাস রুদ্ধকর এক অসাধারণ এক লড়াই করেও হেরে গেছে বাংলাদেশ।  বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ জয়ের লক্ষ্যে ১৬৯ রান তাড়া করতে মাঠে নেমে টাইগাররা। ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেও মাত্র ২ রানে হার মানতে হলো মাশরাফি বাহিনীকে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের অসাধারণ ফিল্ডিং অর্থাৎ কয়েকটি অসাধারণ ক্যাচের কারণে বড় টার্গেট দিতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতে প্রথম ওভারেই তিলকরতে দিলশানকে শূন্য রানে ফেরানো হলেও এরপর বাংলাদেশের হাতে খুব বেশি নিয়ন্ত্রণ থাকেনি ম্যাচের। অন্য ওপেনার কুশল পেরেরা তখন ছিলেন মারমুখি মেজাজে। রীতিমতো ব্যাটে ঝড় তুললেন তিনি। করলেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। বাংলাদেশের ফিল্ডারদের অসাধারণ কয়েকটি ক্যাচ দলকে আবার লড়াই ফিরিয়ে আনলেও ৮ম উইকেটে নামা নুয়ান কুলাসেকারার ২১ বলে ৩১ রানের সৌজন্যে ৭ উইকেটে ১৬৮ রান তুলে শ্রীলঙ্কা।
জিততে চাইলে বাংলাদেশ এখন একটি রেকর্ডই করতে হতো। পরে ব্যাট করতে নেমে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। ২০০৭ টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বেঁধে দেয়া ১৬৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। সেটিই এখনো পর্যন্ত টি২০ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। শ্রীলঙ্কার পক্ষে এ ম্যাচে ২টি করে উইকেট নেন কুলাকেকারা ও পেরেরা।

বাংলাদেশ দলের তামিম করেন ৩০ রান, সাশসুর রহমান ২২, এনামুল হক বিজয় ৫৮ সকিব আল হাসান ২৬, নাসির হোসেন ১৬ ও ফরহাদ রেজা নেন ৭ রান।

Spread the love