শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে ডোমারে পুলিশের বিশেষ অভিযান

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃরংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের আদেশক্রমে নীলফামারী জেলার ডোমার উপজেলায় শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।
রোববার (১৪আগষ্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডোমার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।  ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী’র নেতেৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর মোকাররম হোসেন সরকার, এসআই আনিছুজ্জামান,টিএএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ গ্রহন করেন। অভিযানে মোটর সাইকেলের চালক ও আরোহীর হেলমেট না থাকার কারণ, চালকসহ তিন জন আরোহী এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ১০জন ব্যক্তির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়। 
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী বলেন, হেলমেট ছাড়া কেউ মটর সাইকেল চালালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সহ জীবনহানি হতে পারে। সেই সাথে গুরুতর অঙ্গহানি হতে পারে। পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করার পরামর্শ প্রদান করেন তিনি।

Spread the love