মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শশী প্রদীপ কুমার বর্মন

দখিনা পবনে ওরে তোমার আচল

আমার মনের গহিনে মিশে আছ

তাই দেখি খোলা আকাশের নিচে

সাদা কাঁশফুল,

বাতায়ন খুলে বসে আছি

তোমার প্রহর গুনছি ।

তোমার আলোয় উদ্ভাসিত হব

এমন ক্ষনে পড়ল মনে

আজ অমাবস্যার চতুর্থ প্রহর

তোমার আসতে আরোও ১৬ ঘন্টা বাকি ।

তুমি শুধালে আমায় রাত আসে কেন?

আমি বললাম শশীর পূর্ণতা প্রকাশ পাবার জন্য

তুমি বললে শশীর পূর্ণতা কতদিন থাকবে?

আমি বললাম সৃষ্টির শেষ অবধি।

তুমি ফিরলে যখন , চিত্ত ভরলো তোমাতে চাহিয়া,

থমকে দাড়ালাম তোমার পানে চেয়ে ।

আজ আধার দূরিভুত হবে,

শশীর আলোতে,

আমি গ্রহন করবো, গ্রহণ হয়ে গ্রাস করবো না ।

তনুতে উছলে পড়বে ঢেউ,

আমি নিরবে শুধু বন্ধনে আবদ্ধ হব ।

Spread the love