শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শহরের মুন্সিপাড়া ভবনে প্রয়াত মুক্তিযোদ্ধা নাইমুল হুদার দোয়া খায়ের অনুষ্ঠিত

আকরাম হোসেন বাবলু ।। প্রয়াত দিনাজপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাইমুল হুদা শাহ’র শহরের মুন্সিপাড়াস্থ বাসভবনে গতকাল বিকেলের দিকে দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে প্রয়াত মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। আয়োজিত মিলাদ মাহফিলে দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন খান (কাজু ভাই) সহ স্থানীয় ব্যাপক গুনগ্রাহী ও শুভাকাঙ্খী অংশগ্রহণ করেন।

জানা যায়, মুক্তিযোদ্ধা নাইমুল হুদা শাহ গত বৃহস্পতিবার দিনাজপুরমেডিকেল কলেজ থেকে এ্যাম্বুলেন্স যোগে যাবার পথে সাভার এলাকায় ইন্তেকাল করেন (ইন্ন — রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ এক পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। এদিকে গত শুক্রবার মরহুম মুক্তিযোদ্ধা নাইমুল হুদার প্রথম নামাজে জানাযা তার গ্রামের বাড়ী দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীর জালালপুরে অনুষ্ঠিত হয়। পরে বাদ জুম্মা মুন্সীপাড়া একাডেমী স্কুল মাঠে জানাজা শুরুর পূর্বে প্রয়াত মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান পদর্শনপূর্বক গার্ড অব অনার প্রদান করা হয়। এই সময় দিনাজপুর কেজলার মুক্তিযোদ্ধা ইউনিট্ কমান্ডার লোকমান আলালসহ স্থানীয় ব্যাপক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। দিনাজপুর একাডেমী স্কুলে ২য় জানাজা শেষে ফরিদপুর কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়। উল্লেখ্য প্রয়াত আহত বীর মুক্তিযোদ্ধা নাইমুল হুদা শাহ হলেন দিনাজপুর শহরের মুন্সিপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনখান (মজু ভাই) মনোয়ার হোসেন খান’র ভগ্নিপতি। প্রয়াত মুক্তিযোদ্ধা নাইমুল হুদা শাহ’র পিতা হলেন জালালপুর নিবাসী মরহুম মহিউদ্দিন শাহ।

Spread the love