শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হুইপ ইকবালুর রহিমের শুভেচ্ছা

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন,শারদীয় দূর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই এই উৎসবের মূল চেতনা। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামপ্রদায়িক সমপ্রীতির এক মহামিলনড়্গেত্র।
আমাদের দেশের জনগণ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। তাই বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় গোটা দেশ যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে এবং যে কোন ধর্মীয় উৎসবে অন্য ধর্মের লোকেরাও যথারীতি সম্মান প্রদর্শন করে থাকেন।
দুর্গা পূজার আনন্দের সাথে একাত্বতা প্রকাশ করে হিন্দু সমপ্রদায়ের ধর্মের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করছি। শানিত্ম ও সমপ্রীতির মাধ্যমে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের লড়্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ চেতনার আলোকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রড়্গা করতে বদ্ধপরিকর।

আমি ‘শারদীয় দুর্গোৎসবের’ সাফল্য কামনা করছি।

Spread the love