শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক সংগ্রাম পরিষদ কর্মসূচী ঘোষনা

দিনাজপুর প্রতিনিধি : শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈষম্যের পাশাপাশি শিক্ষকগণের জন্য অবমাননাকর অনুপাত (৫:২) প্রথার কারণে বেসরকারি কলেজ-মাদ্রাসার অধিকাংশ প্রভাষক ‘‘সহকারী অধ্যাপক’’ পদবঞ্চিত হচ্ছেন। ফলে বঞ্চিত শিক্ষকগণ মানসিকভাবে হতাশায় ভুগছেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এই অমর্যাদাকর আইন বাতিলের লক্ষ্যে ইতোমধ্যে দিনাজপুর জেলায় ‘‘অনুপাত প্রথায় সহকারী অধ্যাপক পদবঞ্চিত শিক্ষক সংগ্রাম পরিষদ’’ গঠন করা হয়েছে।

শিক্ষক সংগ্রাম পরিষদ বিভিন্ন আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব বরাবর ‘‘স্মারকলিপি’’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শিক্ষকগণের মর্যাদা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উক্ত ‘‘স্মারকলিপি  প্রদান কর্মসূচী’’ সফল করার জন্য সকল বেসরকারি কলেজ-মাদ্রাসার প্রভাষককে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

উক্ত কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিত থাকার আহবান জানানো হচ্ছে।

Spread the love