শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মোঃ ফরিদুল ইসলাম যে জাতি যতবেশী শিক্ষিত হবে সে জাতি তত বেশী উন্নত হবে

কাশী কুমার দাস স্টাফ রিপোর্টার : দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যতবেশী শিক্ষিত হবে সে জাতি তত বেশী উন্নত হবে। আজকের এই কমলমতি শিশু শিক্ষার্থীরা একদিন রাষ্ট্র পরিচালনার কর্নধার হিসেবে গড়ে উঠবে। তাই তাদের শিক্ষিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।

গতকাল বৃহস্পতিবার লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত লায়ন সেবামাস-২০১৫ উপলক্ষে করিমুলপুর সরকারি প্রাধমিক বিদ্যালয়ের কমলমতি শিশু ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আরএইচ ফারুক শামীম, লায়ন লুৎফর রহমান মিন্টু, লায়ন জামিল আহাম্মেদ ভোলা, লায়ন প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, লায়ন মোঃ শাহেদ রিয়াজ পিম, লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, লায়ন শাহানা ইসলাম, সেবা মাস-২০১৫ উদযাপন উপ-কমিটির আহবায়ক লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন খান, লায়ন সাইদুর রহমান ও করিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানম। ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও ক্লাব সদস্যরা স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

 

Spread the love