শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক অনলাইন দাবা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, দেশের আধুনিক ক্রীড়া সংস্কৃতির প্রবর্তক শহীদ শেখ কামালের ৭২তম জন্মার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শুরু হচ্ছে  ‘শেখ কামাল আমন্ত্রনমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা’।

আগামী ২৭ থেকে ২৯ আগস্ট অনলাইন দাবা প্লাটফর্ম টোরনেলোতে বাংলাদেশসহ ১৫ দেশের ২০ জনের মত গ্রান্ডমাস্টার অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। 

সাইফ পাওয়ার টেকের পৃষ্ঠপোষকতায় আসরে দেশের পাঁচ গ্রান্ডমাস্টারসহ ৪০জন খেলোয়াড়কে আমন্ত্রন জানানো হয়েছে। দেশী ও বিদেশী খেলোয়াড়দের জন্য আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন উন্মুক্ত আছে। এরই মধ্যে ইরান, ইন্দোনেশিয়া, চীন ও শ্রীলংকার বেশ কয়েকজন দাবারু টুর্নামেন্টে অংশ গ্রহন নিশ্চিত করেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বুধবার রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সভাপতি কেএম শহিদউল্যা, সহসভাপতি ও পৃষ্টপোষক সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার মো: রুহুল আমিন, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ পুলিশের  অতিরিক্ত ডিআইজি ড: শোয়েব রিয়াজ আলম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক, সদস্য মো: আলাউদ্দিন সাজু প্রমুখ।

তিন দিনের প্রতিযোগিতাটি নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে হবে। প্রতি খেলায় একজন খেলোয়াড় ১৫ মিনিট সময় পাবেন। প্রতিযোগিতায় ১০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। চ্যাম্পিয়ন পাবে দুই হাজার মার্কিন ডলার।

এদিকে, করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী মাসে জেলা পর্যায়ে লিগের আয়োজন করবে ফেডারেশন।

Spread the love