মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংখ্যালঘু জনগোষ্টির মানবাধিকার সংরক্ষন বিষয়ক দিন ব্যাপী প্রচারাভিযান কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : গতকাল বুধবার পল্লীশ্রী প্রশিক্ষণ রুমে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে অষ্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে স্থানীয় লাইট হাউস ডিআইসি দিনাজপুরের সহযোগিতা যৌনতার ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্টীর মানবাধিকার সংরক্ষন প্রকল্পের আওতায় এমএসএম ও হিজরা জনগোষ্টী দিনাজপুর সদস্যদের অংশগ্রহণে দিন ব্যাপী  প্রচারাভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়। লাইট হাউস ডিআই সি ম্যানেজার মোঃ শফিউল আযম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লাষ্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা। কর্মশালায় বক্তব্য রাখেন বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির রিসোর্স পার্সন মো: মেজবাহ ইউ আহমেদ ও প্রকল্প সমন্বয়কারী মোঃ জহুরম্নল ইসলাম। কর্মশালায় এসওজিআই জনগোষ্টী ও বাংলাদেশে তাদের মানবাধিকারের অবস্থান, প্রয়োজন ও বাস্তবতার প্রেক্ষিত: হয়রাণী, সহিংসতা, অধিকার হরণ, আত্ম-উপলদ্ধি এবং অনুসন্ধান, হয়রাণী, সহিংসতা ও অধিকার হরণ নথিভুক্তকরণ, আইন আলাপ পরিচিতি, লক্ষিত জনগোষ্টীর হয়রাণী, সহিংসতা ও অধিকার হরণ থেকে অব্যাহতির উপায় সমুহ নিয়ে আলোচনা করা হয়।

Spread the love