মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে কর্মজীবী নারীর মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার কর্মজীবী নারী দিনাজপুর আয়োজিত দিনাজপুরসহ বিভিন্ন জেলার সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, B 09.01.14অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে কর্মজীবী নারী দিনাজপুর এর সাধারণ সম্পাদক নুরম্নন নাহার, যুগ্ম সাধারণ সম্পাক মাসুদা বেগম মুক্ত, সদস্য এ্যাড. সিরাজুম মুনিরা, এ্যাড. খুরশিদা পারভিন জলি, সাংগঠনিক সম্পাদক হামিদন নাহার, মৌসুমী ফেরদৌসী বলেন গত ৫ জানুয়ারি রাতে দিনাজপুর সদর পলস্নী কর্ণাই গ্রামে গরীব, অসহায়  হিন্দু সম্প্রদায়ের উপর দুর্বৃত্তদের হামলায় বাড়ী ঘর দোকান-পাটে অগ্নি সংযোগ, ভাংচুর ও লুট-পাট করে। এছাড়া সারাদেশে নির্বাচন সহিংসতার জের ধরে বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। ফলে সংখ্যালঘুর সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের চিহ্ণিত করে দ্রম্নত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রেফতার ও দৃষ্টামত্মমূলক শাসিত্মর দাবি জানাচ্ছি । পাশাপাশি ক্ষতিগ্রস্থদের পাশে প্রশাসন ও আইন শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের স্বোচ্চার ভূমিকা রাখার জন্য জোর দাবী জানাচ্ছি।

Spread the love