শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলে অভিযোগ : বিদেশে লোক পাঠানো ও টাকা আত্মসাতের মামলায় বাদীকে হুমকি

শনিবার সকাল ১১ টায় দিনাজপুরের চিরিরবন্দরে

টাকা নিয়ে প্রতারনার মাধ্যমে বিদেশে লোক

পাঠানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন

করেছেন উপজেলার গলাহার গ্রামের নুরুল আমিন

ও আমিনুল ইসলাম।

লিখিত বক্তব্যে নুরুল আমিন জানান, চিরিরবন্দর

উপজেলার বড়বাউল গ্রামের মকবুল হোসেনের

ছেলে ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোছা সেফুন

আরা (সেফু) বিগত প্রায় দশ বছর আরব

আমিরাত এর দুবাই-এ বসবাস করেন। দুবাইয়ের

ডাইরা, ফ্রিজ মুরার এলাকায় তার নর্থ বেঙ্গল

টেকনিক্যাল সার্ভিসেস এলএলসি নামে একটি

ব্যবসা প্রতিষ্ঠান আছে।

২০১১ সালের জানুয়ারি মাসে ফরহাদ হোসেন

চিরিরবন্দরে এসে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে কিছু

লোক নিয়োগ করা হবে বলে জানালে নুরুল

আমিন ৩ লাখ টাকার বিনিময়ে পুত্র রাকিবকে

দুবাই পাঠান। একই বছরের ২ মার্চ রাকিব দুবাই

যায় ও ফরহাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরী

গ্রহণ করে। পরে তার ছেলে রাকিব তাকে জানায়

মাত্র ২ মাসের ভিসা দিয়ে তাকে দুবাইয়ে নেয়া

হয়েছে। বিষয়টি ফরহাদ হোসেনকে মোবাইলে

জানালে ফরহাদ হোসেন ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে

রাকিবের ওয়ার্ক পারমিট, পাসপোর্ট, ভিসা ও

মোবাইল ফোন কেড়ে নেয়। প্রতিবাদ করলে

রাকিবকে প্রাণে মেরে ফেলা ও দুবাই পুলিশের

নিকট ধরিয়ে দেয়ার হুমকি দেয়।

একই প্রতিষ্ঠানে কাজ করা আমার প্রতিবেশী

আশরাফ আলীর ছেলে মোকসেদুল বিষয়টি

মোবাইলে আমাদেরকে জানালে তার প্রতি ক্ষিপ্ত

হয়ে মোকসেদুলকে পুলিশে ধরিয়ে দেন ফরহাদ

হোসেন ও তার স্ত্রী। চলতি বছরের এপ্রিল মাসে

মকসেদুলসহ অন্যান্যরা দেশে ফিরে আসে এবং

নুরুল আমিনকে তার ছেলের বিষয়ে জানায়।

সেখানে রাকিবকে জোরপূর্বক আটকিয়ে রেখে

বিনা বেতন বাধ্যতামূলক ও জবরদস্তিমূলক শ্রম

আদায় করছেন এবং শোষণ ও নিপীড়ন করছেন।

চলতি বছরের ১১ এপ্রিল সকালে নুরুল আমিন

তার ছেলে রাকিবকে দেশে পাঠানোর ব্যাপারে

ফরহাদ হোসেনের বাবা মকবুল হোসেনের

বাড়িতে যান। এ সময় মকবুল হোসেন ৫ লাখ

টাকা দাবি করেন। একই সময় মোবাইলেও

ফরহাদ হোসেন ৫ লাখ টাকা প্রদান করলে

ছেলেকে দেশে পাঠানো হবে বলে জানান।

এ ঘটনায় আমি দিনাজপুর নারী ও শিশু নির্যাতন

দমন ও মানব পাচার প্রতিরোধ ও দমন

ট্রাইব্যুনালে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন

আইন ২০১২ এর ৭, ৮ ,৯ এবং ১০ ধারায় একটি

মামলা দায়ের করেছি। মামলা নং-২৭৮/১৪।

একই সাথে অনুরুপ অভিযোগে চিরিরবন্দর

উপজেলার মিত্তমাটি গ্রামের বাসুমদ্দিনের ছেলে

আমিনুল ইসলামও একটি মামলা দায়ের

করেছেন। মামলা নং-৩০১/১৪। কিন্তু আসামী

মকবুল হোসেন প্রকাশ করে বেড়াচ্ছে যে, সে

যেকোনভাবেই হোক মামলার ফলাফল তার পক্ষে

নিবে এবং বাদিকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি

প্রদর্শন করছে।

সংবাদ সম্মেলনে তিনি বিষয়টির যাতে সুষ্ঠু

সমাধান হয় এবং মামলার ফলাফল যাতে ভিন্ন

খাতে প্রবাহিত না হয় সেজন্য সকল পর্যায়ে

অনুরোধ জানিয়েছেন।

 

 

 

 

Spread the love