বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ীবহরে হামলা: নীলফামারীতে বিএনপির ৬২ নেতাকর্মী কারাগারে

মো. জাকির হোসেন : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ীবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা মামলায় সদর উপজেলা বিএনপির সহসভাপতিসহ ৬২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (২৮অক্টোবর) দুপুরে নীলফামারী অতিরিক্ত মুখ্য হাকিম মোতাহারাত আক্তারের আদালতে হাজির হয়ে আসামীরা জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিননা মুঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর আসাদুজ্জামান নুর জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত্র এলাকা পরিদর্শণ শেষে ফেরার পথে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নুরের গাড়ীবহরে হামলা চালায়। এসময় পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ কর্মীরা এগিয়ে এলে সংঘর্ষ বাধে। এতে চার আওয়ামী লীগ নেতাকর্মী মারা যায়। পরে ঘটনার রাতেই নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আখতার বাদী হয়ে মামলা দায়ের করেন।

Spread the love