শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সদরের শংকরপুর তেলীপাড়া জামে মসজিদের ওয়াজ মাহফিল

এম. আর মিজান ॥ ইসলাম শান্তির ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষের কোন স্থান নেই। আমরা মুসলিম সবাই ভাই ভাই। আমাদের একাত্মতায় পারে সমাজ থেকে সকল প্রকার অনৈতিক কার্যকলাপ দূর করতে। আমরা সকলে ঐকবদ্ধভাবে মাদকমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মান করতে পারি। তাহলে আমরা এই সমাজেও যেমন শান্তি লাভ করবো, আখেরাতেও এ কাজ আমাদের মুক্তির উছিলা হবে।

গতকাল দিনাজপুর সদর উপজেলার শংকরপুর তেলীপাড়া জামে মসজিদের উদ্যোগে ৩য় তম এক বিরাট ওয়াজ মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিল এন্তেজামিয়া কমিটি আয়োজিত সততা গ্রুপের পরিচালক সমাজসেবক মোঃ রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক চৌধুরী। তেলীপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে মাহফিলে পবিত্র কুরআন-হাদীসের আলোকে তাফসীর পেশ করেন প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জননন্দিত মুফাচ্ছিরে কুরআন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইসলামী সংগীত পরিচালক ও লেখক এবং জামিরুল উলুম মাদ্রাসা নাটোরের ইসলামী ডক্টরেট মহা-পরিচালক হাফেজ ড. মুফতী শাহ্ জামাল উদ্দীন রব্বানী। দ্বিতীয় মেহমান ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফাচ্ছিরে কুরআন, বায়তুল আজিজ জামে মসজিদ বগুড়ার খতিব এবং ফারেগ কারবালা মাদ্রাসা হাফেজ মাওলানা আবু হাসান। আরো উপস্থিত ছিলেন, আনোয়ারুল বিডিআর, আব্দুল লতিফ মাষ্টার, তোফাজ্জল হোসেন, আলহাজ্ব ইয়াছিন আলী, আফসার আলী, আইয়ুব আলী, শোয়েব আলী, মোয়াজ্জেম হোসেন, মফিজ উদ্দীন, মজিবুল হক, আব্দুর রৌফ, আবেদ আলী, সাইফুল ইসলাম প্রমূখ।

Spread the love