শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সদর ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২১৮৪ জন আনসার ও ভিডিপি ভোট গ্রাহণে অংশগ্রহণ

দিনাজপুর প্রতিনিধি: ১৫ মার্চ ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর সদর উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ভোট গ্রাহনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য আনসার ও ভিডিপি উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট এ,কে,এম জিয়াউল আলম নির্বাচনে ৫দিনের জন্য দুই উপজেলায় ২১৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের অংগীভূত করেন

দিনাজপুর সদর উপজেলার ১২৮টি ভোট কেন্দ্রের জন্য ১০২৪ জন পুরুষ আনাসর ভিডিপি সদস্য ও ৫১২ জন মহিলা আনসার ভিডিপি সদস্যা অংশগ্রহন করে, নবাবগঞ্জ উপজেলার ৫৪টি ভোট কেন্দ্রের জন্য ৪৩২ জন পুরুষ আনসার ভিডিপি সদস্য ও ২১৬ জন মহিলা আনসার ভিডিপি সদস্য সদস্যা ভোট গ্রাহনে অংশগ্রহণ করে। প্রতি ভোট কেন্দ্রের জন্য ১ জন করে পিসি, ১ জন এপিসি, ৬ জন পুরুষ আনসার ও  ৪ জন করে মহিলা আনসার সহ মোট কেন্দ্রে ১২ জন করে ভোট গ্রাহণে ডিউটি পালন করবে। উল্লেখ্য উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্টের নিদের্শনা মোতাবেক উপজেলা আনসার/ভিডিপি কর্মকর্তাগণ  নির্বাচনের জন্য প্রতি উপজেলার আনসার/ভিডিপি সদস্য-সদস্যাদের শারিরীক যোগ্যতা ভিত্তিতে বাছাই করে, নির্বাচন বিষয় প্রশিক্ষন দেওয়া হয়। নির্বাচনে আনসার/ভিডিপিদের ডিউটি দেখার জন্য কর্মকর্তাগণ ভোট কেন্দে পরিদর্শন ও আনসার/ভিডিপি সদস্য-সদস্যাদের তদারকীও পালন করবেন বলে সূত্রে প্রকাশ।

 

 

 

 

 

Spread the love