শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহে দুই দিন নয় টানা হরতাল ঘোষণা দিন-প্রধানমন্ত্রী

সংসদে শওকত চৌধুরীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এমন প্রশ্ন আমাকে না করে বিএনপির নেত্রীকে করলেই ভাল হতো। আমিও বলব, এভাবে সপ্তাহে দুই দিন করে হরতালের আহ্বান না করে টানা হরতাল ঘোষণা দিলেই তো কষ্ট কমে যায়। জনগণ এখন আর তাদের হরতাল সমর্থন করে না। এখন আর কোনো আন্দোলন হচ্ছে না। এখন হচ্ছে চোরাগোপ্তা হামলা। এগুলো জনগণ এখন প্রত্যাখ্যান করেছে।’
জাতীয় সংসদ ভবনে বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে শওকত চৌধুরীর এক সম্পূরক প্রশ্ন ও মন্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
র আগে সংসদ সদস্য শওকত চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এক রাজনৈতিক সংস্কৃতি শুরু হয়েছে। সপ্তাহে দুইবার হরতালের ঘোষণা দেওয়া হয়। আমি বলব, এভাবে হরতাল না দিয়ে টানা ২০১৯ সাল পর্যন্ত হরতাল আহ্বান করছে না কেন বিএনপি?’
Spread the love