শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সব ধর্মেই মানুষকে মানবতার কল্যাণে সঠিক পথে চলার শিক্ষা দেয়-সতিশ চন্দ্র রায়

Sotisদিনাজপুর প্রতিনিধি: সাবেক প্রতিমন্ত্রী সতিশ চন্দ্র রায় বলেছেন, সব ধর্মেই মানুষকে মানবতার কল্যাণে সঠিক পথে চলার শিক্ষা দেয়। শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা সেই ধর্মীয় বাণী আমাদের মাঝে প্রচার করে গেছেন। এই বাণীকে কাজে লাগিয়ে ভেদাভেদ বা বৈষম্য ভুলে মানুষের মাঝে প্রেম সৃষ্টি করতে পারলেই ইশ্বর লাভ করা সম্ভব।

গতকাল বৃহস্পতিবার শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের ১৭৯তম আবির্ভাব এবং স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্ম বার্ষিকী সমাপনী উৎসবে মা সারদা দিবস উপলক্ষে ভক্ত সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলকাতা (ভারত) বরাহ নগর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী ঋতানন্দ মহারাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আধ্যত্বিক প্রধান রামকৃষ্ণ আশ্রম নেপালের স্বামী গৌরাঙ্গনন্দ মহারাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমে স্বামী শান্তি করানন্দ মহারাজ। আলোচ্যক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসাবিদ এবং পারমানবিক চিকিৎসা কেন্দ্র দিনাজপুরের পরিচালক ডাঃ বি কে বোস, হাবিপ্রবির বিভাগীয় প্রধান (কৃষি রসায়ন) ড. বিকাশ চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র দিনাজপুরের ডাঃ হেমন্ত কুমার রায়, ঠাকুরগাঁও সদর হাসপাতালের ডাঃ সুভেন্দু কুমার দেব নাথ, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শ্রী ভোলানাথ রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন সহ-সভাপতি শ্রী অজয় কুমার চ্যাটার্জী।

Spread the love