শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সমতা ফেরাল শ্রীলঙ্কা

02 SL - SAবোলারদের দাপটে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। টানা দ্বিতীয় ম্যাচে শতক পেলেও দলের ৮৭ রানের হার এড়াতে পারেননি হাশিম আমলা। গত বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতে ২৬৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।   সর্বোচ্চ ৮৬ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান আসে মাহেলা জয়াবর্ধনের ব্যাট থেকে। এছাড়া লাহিরু থিরিমান্নে ৩৬ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৪ রান করেন।  ৪৮ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রায়ান ম্যাকলারেন। এছাড়া ইমরান তাহির ও ভার্নন ফিল্যান্ডার দুটি করে উইকেট নেন।  জবাবে ৩৮ ওভার ১ বলে ১৮০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।  অতিথিদের হয়ে প্রায় একাই খেলতে হয়েছে আমলাকে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১০১ রান করেন তিনি। তার ১০২ বলের ইনিংসটি সাজানো ১১টি চারে। এটি তার ১৪তম ওয়ানডে শতক। প্রথম ওয়ানডেতে আমলার শতকে ৭৫ রানের জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।  আমলা ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (২৯) ও ডেল স্টেইন (২৩) ।   ২৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার লাসিথ মালিঙ্গা। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সফল দিলশান। ৪০ রানে নেন ৩ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা খেলোয়াড় তিনিই।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৬৭ (পেরেরা ৭, দিলশান ৮৬, সাঙ্গাকারা ৭, থিরিমান্নে ৩৬, জয়াবর্ধনে ৪৮, ম্যাথিউস ৩৪, প্রিয়াঞ্জন ২৫, কুলাসেকারা ০, সেনানায়েকে ৯*, মেন্ডিস ২, মালিঙ্গা ০; ম্যাকলারেন ৪/৪৮, ইমরান ২/৪১, ফিল্যান্ডার ২/৪৯, ডুমিনি ১/৫০, মরকেল ১/৫৮)

দক্ষিণ আফ্রিকা: ৩৮.১ ওভারে ১৮০ (আমলা ১০১, ডি কক ৪, ক্যালিস ১, ডি ভিলিয়ার্স ২৯, ডুমিনি ১, মিলার ৪, ম্যাকলারেন ৩, ফিল্যান্ডার ১, স্টেইন ২৩, মরকেল ০, ইমরান ০*; মালিঙ্গা ৪/২৪, দিলশান ৩/৪০, মেন্ডিস ২/১৮, সেনানায়েকে ১/৩৬)

ম্যাচ সেরা: তিলকরত্নে দিলশান

Spread the love