শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমাজসেবায় বিশেষ অবদানে দিনাজপুর পৌরসভার কাউন্সিলর ফয়সল হাবিব সুমন একুশে স্মৃতি সন্মাননায় মনোনীত

আব্দুর রাজ্জাকঃ

সমাজসেবায় বিশেষ অবদানে দিনাজপুর পৌরসভার কাউন্সিলর ফয়সল হাবিব সুমন একুশে স্মৃতি সন্মাননা-২০১৪ এর জন্য মনোনীত হয়েছে।

ঢাকাস্থ স্মৃতিতে একুশ নামে একটি সংগঠন দিনাজপুরে সমাজসেবায় বিশেষ অবদানে পৌরসভার ৮নং ওয়ার্ড হতে পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর ফয়সল হাবিব সুমন কে একুশে স্মৃতি সন্মাননা-২০১৪ পদকের জন্য মনোনীত করেছেন। যা আগামী ২৭ ফেব্রুয়ারী শুক্রবার ঢাকাস্থ হাতিরপুলে একটি চাইনিজ রেস্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা সংগ্রামের ৬৩ বছর পূর্তি অনুষ্ঠানে একুশে স্মৃতি সন্মাননা-২০১৪ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বিচারপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, যুগ্ম-সচিব, ভাষা সৈনিক, চলচ্চিত্র অভিনেতা/অভিনেত্রী, সিনিয়র সাংবাদিকসহ অন্যান্য গুণীব্যক্তিবর্গ। উপরোক্ত তথ্যাবলী স্মৃতিতে একুশে’র ভারপ্রাপ্ত সভাপতি, সাংবাদিক ও গবেষক মো. শহিদুল্লাহ, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক চলচ্চিত্র অভিনেত্রী শাহনুর, প্রধান অনুষ্ঠান সমন্বয়কারী কবি নুসরাত আরা টুম্পা স্বাক্ষরিত একটি পত্র কাউন্সিলর সুমনের নিকট প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরে কাউন্সিলর সুমন সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একটি মানবিধকার সংগঠন থেকে গোল্ড পদকে ভূষিত হয়েছিলেন।

Spread the love