বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকার কর্তৃক বোরো ধানের মূল্য পুনরায় ২৫ টাকা করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Cdcদিনাজপুর প্রতিনিধি : গতকাল রোববার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর ও কৃষি পণ্যের জেলা মূল্য কমিশনের আয়োজনে অক্সফাম, গ্রো, কমৃজীবী নারী, সিএসআরএল এর সহযোগিতায় সরকার কর্তৃক নির্ধারিত বোরো দানের মূল্য-২০ টাকা করাতে কৃষক উক্তমূল্য প্রত্যাখ্যান করে এবং পুনরায় মূল্য নির্ধারনের দাবীতে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

সকাল ১১ টায় কিষান বাজারে কৃষক, কৃষি শ্রমিকসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে এবং দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হকের নিকট স্মারকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন জেলা জন মূল্য কমিশনের সহ-সভাপতি নুরুন নাহার বেগম, মোঃ সহিদুল ইসলাম শহিদুল্লাহ, সদস্য আব্দুল হামিদ, সিডিসি’র ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়সহ সিডিসি’র নির্বাহী পরিচালক ও কমিশনের সদস্য সচিব যাদব চন্দ্র রায়। স্মারকলিপিতে বলা হয়েছে কৃষিতে উৎপাদন ব্যয় ক্রমশ বৃদ্ধি পেলেও লাভজনক মূল্য না পেয়ে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার পরও তারা মানুষের খাদ্যের নিশ্চয়তা বিধানে খাদ্য উৎপাদন করে যাচ্ছে। বিগত মৌসুমগুলোতে কৃষক তার উৎপাদিত ধানের লাভজনক মূল্য থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে সরকার বোরো ধানের মূল্য ২০টাকা নির্দারণ করেছে। যা কৃষকের উপর আরেক দফা বাড়তি চাপ ফেলেছ। এই মূল্যকে কৃষকরা প্রত্যাখ্যান করেছে। সেই সাথে কৃষকের কৃষি উৎপাদন খরচের দিক লক্ষ্য রেখে যদি ২৫ টাকা সরকার পুনরায় নির্ধারণ করেন তাহলে কৃষককূল কিছুটা হলেও লাভ হবেন।

Spread the love