শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার জঙ্গিবাদকেই প্রশ্রয় দিচ্ছে

সারা দেশ যখন জঙ্গিবাদের আতঙ্কে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সবাই সাড়া দিচ্ছে; তখনই জনদৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে তারেক রহমানকে সাজা দেওয়া হলো। এর মাধ্যমে প্রকারান্তরে সরকার জঙ্গিবাদকেই প্রশ্রয় দিচ্ছে।

রোববার বিকেলে অর্থপাচারের মামলায় তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির আয়োজনেএক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে ১৫ হাজারই সাধারণ মানুষ। এতো নিরীহ মানুষ গ্রেপ্তার কেন? অনেকে বলেন, পুলিশের বাণিজ্য। কিন্তু শুধু বাণিজ্যের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য যে আন্দোলন চলছে সেটিকে নস্যাৎ করে দেওয়াই মুল উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করতে কাজ করছে সরকার। বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করতে চায় সরকার।’

তারেক রহমানকে সাজা দেওয়ার মাধ্যমে ক্ষমতাসীনরা বিএনপির বুকের মধ্যে হাত দিয়েছে মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, ‘সরকারের এই অপশাসন থেকে দেশকে রক্ষা করতে নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক দ্বিধা-বিভেদ ভুলে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ রায়ের মাধ্যমে তাদের (আওয়ামী লীগ) আসল চিত্র বেরিয়ে এসেছে। জনগণের কাছে তা পরিষ্কার হয়ে গেছে। ব্যর্থ সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে কৌশল পরিবর্তন করেছে।’

গণতন্ত্র ছিনিয়ে নেওয়ার কারণে জঙ্গিবাদের উত্থান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমানকে সাজা দিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে চায় সরকার। বিএনপিকে দোষারোপ করে ফায়দা লুটতে চায়। কিন্তু গুলশান ট্যাজেডির ঘটনায় জনগণ বুঝে গেছে।

বিরোধীদল শূন্য দেশ পরিচালনা করতে চায় সরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি টিকে আছে। যতই ষড়যন্ত্র হোক, তারেক রহমানের সাজার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব। আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরানো যাবে না।’

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে জনগণ যখনই সাড়া দিয়েছেন তখনই তারেক রহমানের মামলা সামনে নিয়ে এসে সাজা দেওয়া হল।’

তিনি বলেন, গতকাল আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, আমাকে নিয়ে ব্যস্ত থাকার প্রয়োজন নেই। গণতন্ত্র রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যান।

বাংলাদেশে নিরাপত্তায় বিদেশি সাহায্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের সেনাবাহিনী বিদেশে যায় শান্তি রক্ষা করতে, পুলিশ যায় শান্তি রক্ষা করতে। সুনাম নিয়ে ফিরে আসে। সেখানে ভারত থেকে সেনাবাহিনী এনে আমাদের দেশে শান্তি রক্ষার প্রয়োজন নেই।

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘আজকে কথা বলা তো দূরের কথা আমরা প্রতিবাদ করারও জায়গা পাই না।’

মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন-বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সাবেক সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, বর্তমান সভাপতি রাজীব আহসান প্রমুখ।

 

Spread the love