শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন-নৌপ্রতিমন্ত্রী

মো. আতিউর রহমান : সোমবার বিকালে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, স্বাস্থ্য সেবার জন্য মানুষকে সচেতন হতে হবে। আমাদের বাজেটেও এবার স্বাস্থ্য ও শিক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে হাসপাতালগুলো কিভাবে সেবা দিচ্ছে সেগুলো দেখভাল করার জন্য আমি এখানে এসেছি। এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ সচেষ্ট আছেন, আগামীতে উনাদের আরো বেশি সচেষ্ট হতে হবে।বাংলাদেশের বর্তমান করোনাকালীন সময়ে মানুষ যেন স্বাস্থ্য বিধি মেনে চলে, আমাদের শুধু স্বাস্থ্য বিভাগ থেকে নয়, আমাদের যারা জনপ্রতিনিধি আছে, মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা আছে তারাও ধারাবাহিকভাবে এ প্রচারণা চালিয়ে আসছেন। মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। করোনার সবচেয়ে বড় কথা আমরা যে ভ্যাকসিনের কথা বলছি, সে ভ্যাকসিনটি নিলেও কিন্তু আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। ইমিনিটি বাড়ানোর জন্য, নির্মূল করার জন্য আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কাজেই যতদিন পর্যন্ত আমাদের নির্মূল করার মত কোন ভ্যাকসিন না আসে, ততদিন পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কারণ এটা না করলে নিজেও নিরাপত্তাহীনতায় চলে যাবো, অপরকেও আমরা ঝূঁকির মধ্যে ফেলবো।আপনারা জানেন, অনেকেই অনেক কথা বলছে, শুধুমাত্র সেরাম ইন্সটিটিউট এর সাথে আমরা কেনো ভ্যাকসিন নিয়েছি, কারণ চায়না বলেন বা রাশিয়ান বলেন তখন পর্যন্ত তাদেরটা কোন অনুমোদন দেয়নাই। তখন পর্যন্ত যেহেতু তাদেরগুলো অনুমোদন হয়নি, তখন আমরা কথা বলে রেখেছি বলেই আমাদের অগ্রগতি চলতেছে। বাংলাদেশের সরকার স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন আছে। কাজেই যেগুলো স্বাস্থ্য সমস্যা, যেগুলো নির্দেশনা আছে, আমরা সেগুলো মেনে চলি এবং সেভাবেই কাজ করছি। আমাদের সচেতনতাটা যদি আমরা সঠিকভাবে দেখাতে পারি, তাহলে করোনার ঝূঁকি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা সম্ভব হবে।দিনাজপুরে করোনার যে প্রাদুর্ভাব বাড়ছে, এটা আমাদের সচেতনতার অভাবে হচ্ছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। যারা আমাদেরমত দায়িত্বশীল জায়গায় আছে, তাদেরকে আগে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। আমরা যে যার জায়গা থেকে দায়িত্বশীলতায় আছি, আমাদেরকে আগে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। আমরা যখন মানবো না, তখন আমাদের দেখে অন্যরাও মানবে না। কারণ আমাদেরকে অনেকে অনুসরণ করে। যাদেরকে অনেকে অনুসরণ করে অনেকে চলে, তাদের আগে সচেতন হতে হবে। নিজে না মেনে চলে জনগণকে মানাতে বাধ্য করা সম্ভব হবে না। তাই আসুন সকলে স্বাস্থ্য বিধি মেনে চলি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমমিকে স্বাগত জানান, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুছ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরির্কপনা অফিসার ডা. মোহাম্মদ আবদুল মোকাদ্দেস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রচার ওপ্রকাশনা সম্পাদক নুরজামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন প্রমূখ। এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিরল উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিথুন কুমার রায়ের বিবাহোত্তর পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নির্মাণাধীণ বিরল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি রাজধানী ঢাকার উদ্দেশ্যে বিরল ত্যাগ করেন।

Spread the love