শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদুল্যাপুরে সংঘর্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সভাপতি আহত

সাদুল্যাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

গাইান্ধার সাদুল্যাপুরে জামায়াত-শিবিরের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপস্নব ও বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন গুরম্নতর আহত হয়েছেন। এ সময় তাদের দুটি মটরসাইকেলেও অগ্নিসংযোগ করেন জামায়াত-শিবিরকর্মী। আহত দু’জনকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্ত্তি করানো হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে এই হামলা চালায় জামায়াত-শিবিরকর্মী।

 

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মইনুল হাসান সাদিকে সাদুল্যাপুর হাসপাতাল সংলগ্ন বাসায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে ঘটনার পর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপস্নব ও বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন ছেলের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সকালে মোটরসাইকেল নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে যান। কাজ শেষে তারা একইসঙ্গে সাদুল্যাপুর শহরের বাসায় ফেরার পথে জামালপুর বাজারে জামায়াত-শিবিরের মিছলের সামনে পড়েন। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা তাদের উপর হামলা চালিয়ে উপর্যপুরি কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তি একটি বাড়ীতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহয়তায় তাদের সিএনজি যোগে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্ত্তি করা হয়। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকাল ৫ টার দিকে উত্তেজিত বিক্ষুদ্ধ জনতা জেলা বিএনপির সহসভাপতি ডা. মইনুল হাসান সাদিকে বাসায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন।

 

থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। অপ্রতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ, র‌্যাবসহ টহল দিচ্ছে।

 

Spread the love