শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে-এমপি গোপাল

দশরথ রায় বাবুল ॥ সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে একথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মালম্বি মানুষকে নিজ নিজ ধর্ম পালনে অবাধ স্বাধীনতার জন্যই নিজের জীবনকে উৎসর্গিত করেছিল। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় ‘ধর্ম যার যার উৎসব সবার’ তা নিশ্চিত করেছেন। তাই এখন সকল ধর্মের মানুষ ঈদ, পূজা, বড়দিন সম্মিলিত ভাবে পালন করছে। উৎসবে কোন বাঁধা নেই। আর বর্তমান সরকার হতদরিদ্র মানুষদের উৎসব পালনে সরকারি ভাবে সহায়তা প্রদান করছে।

৩০ অক্টোবর দিনাজপুর বীরগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দূর্গোৎসবের বিজয়া পুনর্মিলনী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেছেন।m2

অনুষ্ঠানে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও ১০ নং মোহন পুর ইউনিয়নের চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা করেন ভক্তিপ্রদানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, সাতোর ইউনিয়ন চেযারম্যান রবিন্দ্র নাথ রায় গোবিন বম্মণ, বৃষ্ণ মন্দিরে সেবায়েত নিত্যানন্দ সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ফখরুল ইসলাম, মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি ও অংকুর কিন্ডার গার্ডেটেনের অধ্যক্ষ বাবু গীর্জা নাথ দাস, কাহারোল উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন।

এর আগে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি এমপি গোপাল। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন গোপাল দেব শর্মা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Spread the love