বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার আহবানে দিনাজপুর মহিলা পরিষদের মানববন্ধন

জিন্নাত হোসেন ॥ দেশে সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহবান জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান বলেছেন, আমরা সম্প্রদায়ীক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর। আমাদের এই সাম্প্রদায়ীক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকেই সকলেরই খেয়াল রাখা উচিত। এতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও সম্প্রীতি রক্ষা পাবে। যাতে  কোন অশুভশক্তি আমাদের সম্প্রীতির উপর আঘাত করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে।বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর প্রেসকাব সম্মুখ সড়কে সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত আসন্ন শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার আহবানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে সভাপতির বক্তব্যে দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান এ কথা বলেন। মানববন্ধন কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম ও যুগ্ম সম্পাদক মনোয়ারা সানু। কর্মসূচীতে দিনাজপুর মহিলা পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন  পাড়া কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

Spread the love