শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারদা সংঘ’র উদ্যোগে দরিদ্র নারায়নের মধ্যে বস্ত্র বিতরন কর্মসূচী পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার গণেশতলাস্থ রায় সাহেব বাড়ী মা সারদা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মত এবারও সারদা সংঘের পক্ষ হতে আসন্ন শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র নারায়নের মাঝে বার্ষিক বস্ত্র বিতরণ কর্মসূচী- ২০২২ পালিত হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সারদা সংঘের সভাপতি নিয়তি রানী, সহ-সভাপতি মল্লিকা চক্রবর্তী, সাধারণ সম্পাদক রত্না মিত্র ছাড়াও সদস্য কল্যানী বসু, সন্ধ্যা বাগচী, অর্পনা সরকার, শুল্কা কুন্ডু, অর্চনা সাহা, সিবানী ভট্টচার্য্য, অঞ্জলি কুন্ডু সংক্ষিপ্ত বক্তব্যে বরেন, মা আসছেন অশুভ শক্তির বিনাস আর শুভ শক্তির জয় হোক। এই মহা লগ্নে গরীব, ধনী, জাত-পাতের ভেদাভেদ ভুলে গিয়ে হাসিমুখে মাকে বরণ করতে দরিদ্র নারায়নের মধ্যে আমরা আমাদের নিজস্ব তহবিল হতে বস্ত্র বিতরন করছি। শারদীয় দুর্গাপূজা উদ্্সবে সাবই যেন এক সাথে নতুন বস্ত্র পড়ে মায়ের অঞ্জলি দিতে পারি। আসুন, হোম মন্ত্রোচ্চারণ এবং সকলের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতায় মহা পূজার এই উৎসব স্বার্থক হোক। মায়ের আগমনের শুভ লগ্নে অতীতের সব গ্লানি ও দুঃখ ভুলে যাই। সাম্প্রদায়িকতার হীনমন্নতা মুছে ফেলি। সত্য সন্ধানের ব্রতে দীক্ষিত হই।

Spread the love