শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালথায় আ’লীগের দু’দলের সংঘর্ষে আহত ৩৫

ফরিদপুর : ফরিদপুর জেলার সালথায় আওয়ামী লীগের দু’দলে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। গত সোমবার সকালে সালথা উপজেলার সোনাপুর বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৮টায় সোনাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান হবি চেয়ারম্যানের সমর্থক সুবান শেখ (৩২) সোনাপুর বাজারে ভ্যানে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় পূর্ব শত্রম্নতার জের ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাফর মোল্যার ৪-৫ জন সমর্থক সুবান শেখকে বেদম প্রহার করে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে সোনাপুর বাজার এলাকায় উভয় দলের ৪ শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতি পক্ষের ওপর আক্রমন করে। এ সময় উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি খায়রুজ্জামান বাবুর সমর্থকরা হবি চেয়ারম্যানের সমর্থকদের সহযোগিতা করে। এতে উভয় দলের কমপক্ষে ৩৫ জন আহত হয়। গুরুতর আহত ১৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতাল, নগরকান্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ জেলা রিজার্ভ পুলিশ ও নগরকান্দা থানা পুলিশের সহযোগিতায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সালথা থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন, পরিস্থিতি এখন শামত্ম। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

Spread the love