মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাহউদ্দিন কোথাও আত্মগোপন করে থাকতে পারেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সালাউদ্দিন আহমেদ কোথাও আত্মগোপন করে থাকতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য তাকে আটক করেননি। কোথাও লুকিয়ে রেখে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে মিরপুর স্টাফ কলেজে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
থানায় সালাহউদ্দিনের পরিবার জিডি করতে গেলে পুলিশ জিডি নেয়নি কেন, সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো উত্তর দেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে, সালাহউদ্দিন আহমেদকে আদালতে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফোজদারি আবেদন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে এতে বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিনকে আটক করা হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

Spread the love