বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কৃষকলীগ সভাপতির গাড়িতে অগ্নিসংযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর॥ আহত-১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষকলীগের উপজেলা সভাপতির গাড়িতে অগ্নিসংযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর ও মারামারিতে ১ জন আহত হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার অবরোধ চলাকালে সুন্দরগঞ্জ বেলকা সড়কে জহুরুলের মোড় নামক স্থানে বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় অবরোধ কারিরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এসময় ওই পথে আগত কৃষকলীগের উপজেলা সভাপতি আতাউর রহমান মাষ্টারের পথ রোধ করে তার গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে আ’লীগ কর্মী সরোয়ার গুরুত্বর আহত হয়। এছাড়া তফসীল ঘোষণার সাথে সাথে ওই রাতেই ১৮ দলের নেতা কর্মীর মটর সাইকেল পুড়ে ভস্মিভূত করে। অপরদিকে ছাইতানতলা বাজারে পথচারির মটর সাইকেল ভাংচুর করা হয়। অবরোধ চলাকালে দুরপাল্লার কোন যানবাহন চলেনি। রেল চলাচল ছিল অস্বাভাবিক। অফিস-আদালত খোলা থাকলেও সাধারণের উপস্থিতি ছিল কম। পুলিশ পৌর শহরস্থ সর্বত্রই টহল দিচ্ছে।

Spread the love