বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুস্থ জাতি গঠনে দরকার মুক্ত মন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বাস্থ্য সুরক্ষায় যেমন নিয়মিত হাত ধোয়া প্রয়োজন, তেমনি সুস্থ জাতি গঠনে কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে মনকে মুক্ত রাখা আবশ্যক।

রাজধানী আইডিয়াল স্কুল প্রাঙ্গণে বৃহস্পতিবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) এর আয়োজনে এক আলোচনা সভায় তিনি এক কথা বলেন।

তিনি বলেন, ১৮ বছর বয়স হলে ভোটাধিকার পেয়ে আপনারা দেশের মালিক হবেন। দেশ গঠনে অবদান রাখতে সুস্থ থাকতে হবে। নিজেরা নিয়মিতভাবে হাত ধোয়া এবং মুক্ত মানসিকতার চর্চা করার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করবেন।’’

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি মাইক রবসন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি অনুষ্ঠানে নিজের হাত ধুয়ে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখান। দিবসটি উপলক্ষে বিএফএসএন মানিক মিয়া এভিনিউতে রিক্সা র‌্যালির আয়োজন করা হয়।

 

 

Spread the love