বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ থেকে সাহায্যের চাল যাচ্ছে নেপালে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ্য নেপালের মানুষের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক সাহায্যে গত বছর ১০হাজার মেট্রিক টন এবং চলতি বছরে ১০হাজার মেট্রিক টন উন্নতমানের চাল প্রেরণের অংশ হিসেবে আজ সকালে সেতাবগঞ্জ খাদ্যগুদাম থেকে বরাদ্দের ১১শ মেট্রিক টন চাল পঞ্চগড়ের বাংলাবান্দা স্থলবন্দর দিয়ে নেপালে যাওয়া শুরু করেছে।১০হাজার মেট্রিক টন চালের মধ্যে দিনাজপুর জেলা থেকে ৫হাজার ৫শ মেট্রিকটন এবং পঞ্চগড় জেলা থেকে ৪হাজার ৫শ মেট্রিকটন চাল প্রেরণ করা হবে। ইতিমধ্যে ৪হাজার মেট্রিক টনের বেশি চাল প্রেরণ করা হয়েছে। সাহায্যে প্রেরণ কালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক মোঃ আঃ মতি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, দিনাজপুর জেলা ত্রান কর্মকর্তা মোঃ মখলেছুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল হক, সেতাবগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম রাহাতুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, সামসিন্ডিকেট মোঃ মহির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love