মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে দেশীয় করলার চাষে কৃষকদের সফলতা

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর উপজেলায় এই প্রথম দেশীয় করলার বাম্পার ফলন ফলতে শুরু করেছে৷ দেশীয় পদ্ধতিতে করলার ফলন দেখে এলাকার শত শত কৃষক করলা আবাদে ঝুকে পড়ছে৷

জানা গেছে, সৈয়দপুর কৃষি অধিদপ্তরের উদ্যোগে দেশীয় করলার চাষাবাদ করেছেন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কৃষকরা৷ প্রায় প্রত্যেকে তাদের ২/৩ বিঘা জমিতে বাঁশের কঞ্চি দিয়ে জালি তৈরি করে আবাদ করেছেন দেশীয় করলা৷ মাত্র ২ মাসের মধ্যেই জমিতে যেভাবে করলা ফলেছে তাতে বাঁশের জালি ভেঙ্গে পড়ার শামিল৷ কৃষকরা বলেন, কৃষি অধিদপ্তরের দেয়া আধুনিক পদ্ধতিতে দেশীয় করলার চাষাবাদ করলে খরচ একেবারেই কম এবং দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ২ মাসে পোঁকাড় আক্রমন তেমন লক্ষ্যে করা যাচ্ছে না৷ কীটনাশক প্রয়োগের বালাই নেই বললেই চলে৷ তারা আরও বলেন, সৈয়দপুর সহ সারাদেশেই যদি আধুনিক পদ্ধতিতে দেশীয় করলা চাষাবাদ করা হয় তাহলে একদিকে যেমন দেশের চাহিদা মিটবে অন্যদিকে বিদেশে রপ্তানী করে দেশের অর্থনৈতিক মের“দন্ডও শক্ত হবে৷

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মন্ডল বলেন, কৃষকদের সুবিধার্থে এই প্রথম আধুনিক পদ্ধতিতে করলা চাষের উদ্যোগ নেয়া হয়েছে৷ আগামীতে সারা নীলফামারী জেলার প্রতিটি কৃষককে করলা চাষ সহ আধুনিক পদ্ধতিতে অন্যান্য চাষাবাদেও পরামর্শ দেয়া হবে বলে জানান তিনি৷

Spread the love