শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে ভূয়া মেজর গ্রেফতার

মোঃ জাকির হোসেন, নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর থানা পুলিশ মেজর পরিচয় দানকারী এক যুবককে গ্রেফতার করেছে৷ ৭ মার্চ মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয় সৈয়দপুর প্লাজা মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়৷ আটক যুবকের নাম একেএম হাসান ইমরান৷ সে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের আব্দুল্লাহহেল কাফীর ছেলে। ইমরান সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে৷ ঘটনার রাতে সে সৈয়দপুর প্লাজায় ব্যবসায়ী সিরাজুল ইসলাম বিদ্যুতের কাছে নিজেকে মেজর পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে ৩ লাখ টাকা দাবি করে৷ এসময় ব্যবসায়ী সিরাজুল ইসলাম কৌশলে বিষয়টি সৈয়দপুর থানায় জানায়৷ সৈয়দপুর থানা পুলিশ এসে তাকে হাতে নাতে আটক করে৷ এসময় তার কাছ থেকে বার্মিজ চাকু, বিভিন্ন কোম্পানীর মডেম, পেনড্রাইভ, ১৬ সীম, তালাকাট মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়৷ পরে সে ভূয়া মেজরের পরিচয় প্রদানের কথা স্বীকার করে৷ এর আগেও সে নীলফামারী জেলা প্রশাসকের অফিসসহ বিভিন্ন অফিসে ও ব্যবসায়ীদের কাছে সেনা বাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সুবিধা ভোগ করে আসছে৷ বিভিন্ন সময় এ সংক্রান্অভিযোগ প্রশাসনের কাছে আসলেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ এমতাবস্থায় তার অবস্থান মনিটরিং করে আসছিল সৈয়দপুর থানাসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা৷

Spread the love