শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মিছিল

মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ

নীলফামারীর সৈয়দপুরে একটি হত্যা মামলার তিনদিন অতিবাহিত হলেও এখনো হত্যাকারীদের পুলিশ গ্রেফতার না করায় এলাকাবাসী শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক মিছিল করেছে। মিছিলটি বিভিন্ন শ্লোগানসহ প্রদক্ষিন করে। পরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী নার্গিস বেগম, আখতারুল ইসলাম প্রমুখ। সমাবেশে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

উলে­খ্য, নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়িতে বসতবাড়ির জমি নিয়ে সংঘর্ষে মৃত কাইলঠা মামুদের পুত্র এমদাদুল হক (৩৪) বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজ বসতভিটায় ঘর নির্মাণের সময় বসতভিটা সংলগ্ন প্রতিবেশি বাধা প্রদান করেন। ওই প্রতিবেশির দাবি ঘর নির্মাণের স্থানটিতে তার জমি রয়েছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এমদাদুল হক। আসামীরা হলেন রেল কর্মচারি আব্দুর রহমান (৪০), স্ত্রী নূরী বেগম (৩৫), মাসুদ (২০), ওমর ফারুক (৩০)।

আহত এমদাদুলকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করান। রাতে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Spread the love