শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুর রেল কারখানায় ক্রেইনের চেইন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

মো. জাকির হোসেন :
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় গতকাল রবিবার (৩ জুলাই) সকাল ১০টার সময় ক্রেইন পরিস্কার করার সময় ক্রেইনের চেইন ছিঁড়ে মামুনুর রশীদ (৪৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আহত আরেক শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদিনের মতো কারখানার ওই শ্রমিকরা ওভার টাইম কাজ করছিলেন। এসময় ক্রেইনের চেই ছিঁড়ে যায় এবং শ্রমিক মামুনুর রশীদ আকর্ষিক নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলারন নওখৈর গ্রামে এবং পিতার নাম মৃত বশার উদ্দিন।
আহত অপর শ্রমিক মোজাম্মেল হক (৪৫) গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বাড়ি সৈয়দপুরের খোর্দ্দ বোতলাগাড়িতে। এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেনের সাথে যোগাযোগ করলে সত্যতা নিশ্চিত করেন।

Spread the love