শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা ও বঙ্গবন্ধু- জাকিয়া তাবাস্সুম জুঁই

‘‘এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’’

এ নয় শুধু কাব্য-

এ ছিল সত্য !

স্বাধীনতার ঝঙ্কার তুলেছিল যে প্রাণ

আজ আবার জেগেছে-ঘুমিয়ে যাওয়া গান !

স্বাধীনতা স্বাধীনতা করে

পাগল ছিল কত মহান

স্বাধীনতার জন্যে তারা

দিয়ে গেল প্রাণ !

বাঙালী জাতির কাছে স্বাধীনতা

কাব্যের চেয়েও প্রিয়

বাঙালী জাতির কাছে স্বাধীনতা-

জীবনের চেয়েও প্রিয় !

তাই বুঝি-বাঙালী জাতিকে

স্তব্ধ করতে পারেনি হানাদার,

লাশের পর লাশ তারা-

বুলেটের আঘাতে করেছিল কাতার !

নদীতে পানি নয়-

ছিল রক্ত বন্যা !

মাটিতে মাটি নয়-

লুটিয়ে ছিল সু-কন্যা !

লাথি মেরে বুক ভেঙ্গেছিল

বলবান যুবকের  !

হাসতে হাসতে ইজ্জত নিয়েছিল-

সুন্দরী যুবতিদের  !

সেই লজ্জাকর ইতিহাস-

আজো রয়েছে গাঁথা !

বাংলা মায়ের বুক-

আজো রয়েছে ফাকা !

সেই ইতিহাস মনে পরে,

সে ইতিহাস বেঁচে রবে-

যুগ থেকে যুগ

মাস গড়িয়ে বছর কিংবা-

যতদিন পৃথিবী রবে!

সেই গর্বিত দিন-

যেদিন দেশে স্বাধীনতা আসে !

সেই গর্বিত ইতিহাস-

যুদ্ধে ডাক দিয়েছিল যে !

তিনিই শ্রোদ্ধেয় পিতা

তিনিই শ্রোদ্ধেয় বন্ধু

আমাদের-প্রিয় বঙ্গবন্ধু !

Spread the love