শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃআমজাদ হোসেনের নেতৃত্বে চিরিরবন্দরে ২য় মেডিকেল ক্যাম্প

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা.এম আমজাদ হোসেনের নেতৃত্বে দিনাজপুরের চিরিরবন্দরে দ্বিতীয় বারের মত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর)  দুপুরে আমেনা-বাকী স্কুলে এবি-ফাউন্ডেশন ও ফারাজ হোসাইন ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (সার্জারী) অধ্যাপক ডা.এম.খাদেমুল ইসলাম।

এসময় ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বিভাগীয় প্রধান (অর্থোপোডিক সার্জারী) অধ্যাপক ডা. ফখরুল আমিন খান, প্রাক্তন কনসালটেন্ট ডা.এম আর ইসলাম, ল্যাবএইড হাসপাতালের কনসালটেন্ট ডা.নুর মোহাম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট এন্ড্রোক্রাইনোলজিষ্ট ডা.মারুফা মোস্তারী, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, এবি ফাউন্ডেশনের সদস্য জয়ন্ত রায়, এবি পরিবারের সদস্যগণনও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

Spread the love