শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুরে রাস্তার কোল-ঘেঁষে গর্ত করে বালি উত্তোলন

প্রতিনিধি-ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁত্ত ইউনিয়নের যাদুরানী বাজার হতে খামার মাদ্রসার যাওয়ার পথে নুনা খালের পুর্ব পার্শে ব্রীজের নিকট রাস্তার কোল ঘেষেঁ গভীরভাবে গর্ত করে বালু উত্তোলন করার ফলে বর্ষা আসার আগেই রাস্তাটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তাটি রক্ষা করার জন্য এলাকাবাসি হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর নিকট লিখিত অভিযোগ করেও কোনো ফল পাইনি বলে এলাকাবাসী জানিয়েছে।
খামার গ্রামের মুনশেফ আলি (সাবেক ইউপি সদস্য), ইমরান আলি, ইমাম হুসেনসহ অনেকে বলেন, রাস্তার কলঘেষে গভীরভাবে গর্ত করে বালি উত্তোলন করার ফলে রাস্তাটি অচিরেই ভেঙ্গে যাওয়য়ার আশঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী অভিযোগের কথা শিকার করে বলেন, উপজেলা প্রকৌশলী আ. সামাদকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী আ. সামাদ বলেন উপ-সহকারি প্রকৌশলী আনসার আলীকে জরুরীভাবে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপ-সহকারি প্রকৌশলী আনসার আলীর সাথে মৌবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যাইনি। এলাকাবাসী ধারণা দেন-দরবার হওয়ার কারণে বালি-উত্তোলন করা বন্ধ হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি আমলে নিয়ে জরুরীভাবে বালু-উত্তোলন বন্ধ করে, রাস্তাটি রক্ষা করার জন্য এলাকাবাসী জোর-দাবী জানিয়েছে।

Spread the love