শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাকিমপুরে ইজারার অন্তরালে আবাদি জমি থেকে বালু লুটের অভিযোগ

রমেন বসাক, হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের হাকিমপুরে বালু মহাল ইজারা নিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলনের অন্তরালে প্রায় শতাধিক কৃষকের আবাদী জমি থেকে নির্বিচারে বালু লুটের মহোৎসব চলছে। ইউএনও বরাবরে অভিযোগ দায়েরের দীর্ঘ দেড় মাসেও প্রতিকার মেলেনি।

অভিযোগে প্রকাশ, উপজেলার খট্ট্রামাধবপাড়া ইউপির মাধবপাড়া গ্রামের পূর্বপাশ দিয়ে যমুনা নদী বয়ে গেছে। বর্ষকালে পানির স্্েরাতে দণি মাধবপাড়ার অধিকাংশ আবাদি জমি ইতোমধ্য নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এরই মধ্য একই ইউপির চকভবানি গ্রামের আশরাফ আলীর ছেলে মিজানুর রহমান মাধবপাড়া মৌজাধীন ও মাধবপাড়া গ্রামবাসির ২৩৯/১২৮ নং খতিয়ানের ১০৪৫,১০৬৬, , ১০৬৯ ১০৭১, ১০৭২, ১০৯৯, ১১০১, ১১০২ ও ১১০৫ নম্বর দাগের আবাদি জমিগুলি থেকে রাতদিন সমান তালে ২০/২৫ টি ট্রাক্টর দ্বারা বালু উত্তোলন করে চলেছে। এ ব্যাপারে মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, নদীটিতে ইজারাকৃত বালু মহাল থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। এরপর বালু মহালটির জমিগুলির দাগ নম্বরগুলি জানতে চাইলে তিনি তা জানাতে ব্যর্থ হন। এরপর বুধবার এ বিষয়ে ইউএনও আজাহারুল ইসলামের নিকট মুঠোফোনে জানতে চাইলে প্রথমবার তিনি ব্যাস্ততা দেখান। এরপর দ্বিতীয়বার তাঁর ব্যবহৃত নম্বরে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 

Spread the love