শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাকিমপুরে উপবৃত্তির দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

রমেন বসাক,ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর : দিনাজপুরের হাকিমপুরে কারিতাস বাংলাদেশ এর সহায়তায় পরিচালিত আলোঘর প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার ইউএনও আজাহারুল ইসলামের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবরে এক স্বারক লিপি প্রদান করেন। ছাত্র/ছাত্রীদের জন্য উপবৃত্তি ব্যাবস্থা চালুর দাবিতে এ স্বারক লিপি প্রদান করা হয়।

আলোঘর হাকিমপুর এরিয়া কো-অর্ডিনেটর যোগেশ হাযদা জানান, হাকিমপুরের জামবনা শিশু শিক্ষা কেন্দ্রে, বড়খট্ট্রা শিশু শিক্ষা কেন্দ্রে ও ঘনেশ্যামপুর শিশু শিক্ষা কেন্দ্রে ১৪১জন অধ্যয়নরত শিশু শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের দাবিতে এ স্মারক লিপি প্রদান করা হয়। তিনি আরো জানান গত ২০১১ সাল থেকে কারিতাস বাংলাদেশের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হয়ে আসলেও অধ্যবধি তারা উপবৃত্তি সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

Spread the love