শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের এমএস কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমএস কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সোমবার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুনুর রশীদ।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নূর হক, শামীমা নাজনীন ও উম্মে ফাতিমা। ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যে সময়মত কোর্স সম্পন্নসহ যুগোপযোগী গবেষণা কর্মকান্ড পরিচালনার জন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন, প্রফেসর ড. এ.টি.এম. শফিকুল ইসলাম, প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মো. মহিদুল হাসানসহ বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অফিস কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মো. শামীম হাসান।

Spread the love