শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত

দিনাজপুর প্রতিনিধি ॥ ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ শ্লোগানকে সামনে রেখে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যেগে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালন উপলক্ষে বেলা ১১ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের ডীন, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। এরপর ক্রমান্নয়ে বিশ্ববিদ্যালয়ের ডীন, রেজিস্ট্রার, চেয়ারম্যানবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।

এরপর অডিটোরিয়াম-২ এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদ-এর ডীন ড. মোহাম্মদ ফেরদৌস মেহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. ইমরান পারভেজ।

Spread the love