শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

HSTUদিনাজপুর প্রতিনিধি : ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, মাছ চাষে সমাধান’ শে­াগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ পালিত হয়েছে।

মৎস্য সপ্তাহ ২০১৪ পালন উপলক্ষে বেলা ১১ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ডীন, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা অংশ নেয়।

এরপর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাছ উন্নয়নে মাৎস্যবিজ্ঞান অনুষদ, হাবিপ্রবির করণীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদ এর ডীন মো. রেজওয়ানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্টবোর্ডের সদস্য প্রফেসর মো. ছফর আলী, প্রফেসর ডাঃ মো. ফজলুল হক, মো. ইমরান পারভেজ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশের মত জনবহুল দেশে আমিষের চাহিদা মেটাতে মাছের বিকল্প নেই। নদী-নালা, খাল-বিলে টেংরা, পুঁটি, কইসহ দেশীয় মাছ প্রচুর পাওয়া যেত। এসব মাছ আজ বিলুপ্তির পথে। মাছ যেমন সুসাধু তেমনি আমাদের আমিষের চাহিদা মেটায়। দেশীয় এসব মাছ রক্ষায় আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

Spread the love