শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে দু’দিন ব্যাপী কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থায়নে ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি) এর তত্ত্বাবধানে ২০১২-২০১৩ ইং অর্থ বছরে গবেষণা প্রকল্পসমূহের ফলাফলের উপর দুই দিন ব্যাপী একটি কর্মশালা বুধবার বিশ্ববিদ্যালয়ের আই.আর.টি সেমিনার কক্ষে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই.আর.টি’র পরিচালক প্রফেসর ড. মো. সাইফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডীন, পরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষকবৃন্দ মোট ৩৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

ভাইস-চ্যান্সেলর মহোদয় উক্ত অনুষ্ঠানে দেশের কল্যাণে কাজে লাগে এমন গবেষণা কর্মের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন আই.আর.টি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হাসান।

Spread the love