শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবির এগ্রিকালচার সমাপনি বর্ষের শিক্ষার্থীদের দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ

মাহবুবুল হক খান, দিনাজপ্রর প্রতিনিধি : দিনাজপুর হর্টিকালচার সেন্টার ও হাবিপ্রবির হর্টিকালচার বিভাগের যৌথ উদ্যোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের সমাপনি বর্ষের শিার্থীদের নিয়ে দিনব্যাপী মাশরুম চাষ সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মাশরুম কি, চাষযোগ্য মাশরুমের পরিচিতি, গুরুত্ব মাশরুম রন্ধন প্রণালী, ল্যাবরেটরিতে মাশরুমেরর বীজ উৎপাদন প্রদ্ধতি ও করনীয়, বানিজ্যিকভাবে মাশরুম চাষের বিভিন্ন কলাকৌশল, ল্যাবরেটরিতে মাশরুমের বীজ উৎপাদন প্রদ্ধতি ও কলাকৌশল প্রদর্শন, কৃষক পর্যায়ে বাণিজ্যিক প্রদ্ধতিতে মাশরুম উৎপাদন প্রদর্শন বিষযে আলোচনা করা হয়।

দুপুরে প্রশিক্ষণের পর্যালোচনা ও সমাপনি বক্তব্য রাখেন হাবিপ্রবির শিক্ষক প্রফেসর টিএমটি ইকবাল, হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সহযোগী আধ্যাপক ড. শরীফ মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক একেএম নুরুল আমীন। বক্তারা শিার্থীদের মাশরুম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এই সেক্টরে ভুমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।

Spread the love