শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবির ক্যাফেটেরিয়া আমাদের প্রতিষ্ঠান এর রক্ষনাবেক্ষন করা আমাদের দায়িত্ব -ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিন

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিন বলেছেন, হাবিপ্রবির ক্যাফেটেরিয়া আমাদের প্রতিষ্ঠান এর রক্ষনাবেক্ষন করা আমাদের দায়িত্ব।

গতকাল মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহাদাৎ হোসেন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড.বল রাম রায়, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. আনিস খান, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জেমী, নির্বাহী সদস্য নাহিদ আহাম্মে নয়ন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিপ্রবির ক্যাফেটেরিয়ার পরিচালক, দিলশাদ এর স্বত্ত্বাধীকারী এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুর রহমান দুলাল। উল্লেখ্য ‘‘পছন্দের সেরা স্বাদ’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর হাসপাতাল সংলগ্ন একালের ঐতিহ্যবাহী ‘‘ছানা জিলাপী’’ জনপ্রীয়তার শীর্ষ অর্জনকারী প্রতিষ্ঠান দিলশাদ ভান্ডার ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিন পরিচালনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার পর গতকাল মঙ্গলবার হাবিপ্রবির ক্যাফেটেরিয়ার উদ্বোধনের মাধ্যমে হাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাদ্য সেবা নিশ্চিত করার লক্ষে নতুন যাত্রাপথ রচনা হল হাবিপ্রবির ক্যাফেটেরিয়ার।

 

Spread the love