শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবি’র ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

logoদিনাজপুর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু&&ক্ত বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর ২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল সাড়ে ৯ টা ও দুপুর ১২ টা এবং ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। গত ২৪ ও ২৫ অক্টোবর ‘বি’, ‘সি’ (বিজ্ঞান/মানবিক), ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলফল আগামী ৩দিনের মধ্যে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.hstu.ac.bd) ফলাফল পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৩৩০টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় মোট ৩৮ হাজার ৪ জন ছাত্র-ছাত্রী আবেদন করে। প্রতি আসনের বিপরীতে ২৯ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করে।

Spread the love