শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে নিহত হেলপারের লাশ ভারতে হস্তান্তর

Hili Portদিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্টে ট্রাকের চাপায় নিহত ভারতীয় ট্রাক হেলপার অতুল কুমারের লাশ ময়না তদন্তের পর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় হিলি চেকপোষ্ট দিয়ে হাকিমপুর থানা পুলিশ বিজিবির মাধ্যমে ভারতের বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে নিহতের চাচা সুনীল কুমারের কাছে তার লাশ হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন, হিলি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ, থানার সেকেন্ড অফিসার স্বপন কুমার সরকার ও পানামা পোর্টের কর্মকর্তারা। নিহত অতুল ভারতের উত্তর প্রদেশের উনাও জেলার আজমাইল থানার স্নায়গেবিন গ্রামের গভীন প্রসাদের ছেলে।
পানামা পোর্ট সুত্রে এই বীরগঞ্জ প্রতিদিনকে জানান, গত বুধবার হিলি স্থলবন্দর দিয়ে হেলপার অতুল পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাংলাদেশে আসে। রাত সাড়ে ৯টার দিকে নিজ ট্রাকের পেছনে বসে ভাত রান্না করার সময় বাংলাদেশি একটি ট্রাক তাকে পেছন পাশ দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় ট্রাক শ্রমিকেরা।

Spread the love