বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি সীমান্তে নিহত ভারতীয় চোরাকারবারির লাশ হস্তান্তর

রমেন বসাক,হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে নিহত ভারতীয় চোরাকারবারি বিটন রায়ের লাশ বুধবার রাত ৯ টায় হস্তান্তর করা হয়েছে৷ হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পথে তার লাশটি হস্তান্তর করেন পারবর্তীপুর রেলওয়ে থানার এসআই নিয়ামূল হক৷ আর গ্রহন করেন ভারতহিলি থানার ওসি সন্ধিব শুভ্যা৷ এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান, বিজিবি হিলি আইসিপি বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান, বিএসএফ ভারতহিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দ্র পাল, হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান রফিক৷ বিটন রায় পশ্চিমবঙ্গের দক্ষিনদিনাজপুর জেলাধীন হিলি থানার দক্ষিনবাসুদেবপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে৷

প্রসঙ্গত, গত সোমবার সে হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে মালবাহী একটি চলন্তট্রেনে চোরাচালনি পণ্য পাচারের প্রাক্কালে বিজিবি হিলি বিওপির সদস্যরা তাকে আটকের চেষ্টা করলে ভারতীয় একদল চোরাকাবারি, বিজিবি ও বিএসএফর মধ্য ত্রিপক্ষীয় গুলি বিনিময়ের ঘটনা ঘটে৷ এ সময় ভারতীয় চোরকারবরিদের গুলিতে বিটন ঘটনা স্থলে নিহত হয়৷ রেলওয়ে সীমানার মধ্য নিহতের এই ঘটনাটি ঘটায় নিয়ম থাকায় রেলওয়ে পুলিশের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশটি হস্তান্তর করা হয়৷

Spread the love